কবিতার দেশে কবির রাজকীয় প্রস্থান
মমতাময়ী রাষ্ট্রে শুভবোধের উল্থান।
সৃস্টিময় জীবন ঢেকে যায় প্রেমময় আবেশে
জীবন শিল্পি তিনি, জীবন জয়ী কবি।
পায়ের আওয়াজ পাওয়া না গেলেও
পরানের গহীন ভেতর থেকে শ্রদ্ধা কমবে কি?
জেগে ওঠে মানুষ,শোকে ভালোবাসায়
কবিত্ব শক্তির কাছে হার মানে কর্কট সময়।
চির আধুনিক চিরঞ্জীব তুমি
অফুরান প্রাণশক্তির প্রণীত জীবন।
দেশমাতৃকা আর স্বাদেশিকতার ভাস্কর
সাহসী কন্ঠে প্রগতির উচ্চারণ।
স্থগিত হয়ে যায় প্রধানমন্ত্রীর জন্মোৎসব
সব্যসাচীর চিরপ্রস্থান যে হৃদকমলের মন্থন।
সবুজ ধানক্ষেতে সাদা পরিধানে
ঘুমাও কবি শান্তির আবাহনে।
মানুষের জাগৃতি, কবির আহবানে
মানুষের মুক্তি নূরলদীনের জীবনে।
খেলারাম খেলে যায়,কবি ঘুমায়
জাগো বাহে কোনঠে সবাই।