স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল স্মরণে শুক্রবার তার প্রথম মৃত্যুবার্ষিকীেতে শোক শোভাযাত্রা করেছে সুনামগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে কার্যালয় থেকে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন শোক শোভাযাত্রা নিয়ে বুকে শোকব্যাজ ধারণ করে আরপিন নগর গোরস্তানে আসেন। সেথানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাসহ সবাই সমবেতা প্রার্থনা করে তার আত্নার শান্তি কামনা করেন। পরে সেখান থেকে আবারও সারিবদ্ধভাবে তারা শোক শোভাযাত্রা করে পৌরসভা কার্যালয়ে ফিরে আসেন।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আহমেন নূর, সৈয়দ ইয়াসিনুর রশিদ, কাউন্সিলর ফয়জুন্নুরসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সুধীেপেশার লোকজন।