স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন জেলা প্রশাসক শেখ রফিককুল ইসলাম। বাল্যবিয়ে মুক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি অমল কর প্রমুখ।
প্রধান অতিথি উপস্থিত সবাইকে বাল্যবিয়ের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করিয়ে তাদেরকে বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিকভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান।