তাহিরপুর প্রতিনিধি
সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই ” এ স্লোগানকে সামনে রেখে তাহিরপুরে জাতীয় নিরাপদ খাদ্যে দিবস -২০১৯ উদযাপিত হয়েছে।
আজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে।
র্যালী শেষে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বি এম মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মনধন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গণি মিয়া, ও এম এস ডিলার মঈনুল হক প্রমুখ।