তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী ফোরামের উদ্যোগে কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার অতিরিক্ত ৪ ভাগ কতর্নের (প্রজ্ঞাপন জানুয়ারী ২০১৯) প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মোদাচ্ছির আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ইয়াহিয়া তালুকদার,কোষাধক্ষ্য বিমল চন্দ্র দে,কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব,শিক্ষক আনার আহমদ,আব্দুস শহিদ,মাহবুবুল আলম সুমন,সোহেল আহমদ সাজু,মোঃ আজিজুল হক,লিপি ভৌমিক,তাপস মজুমদার,ওলিউর রহমান,জজ মিয়া,আনিসুজ্জামান,তরিকুল ইসলাম,জাককির হোসেন,বিউটি রানী রায় প্রমুখ। এসময় মোদাচ্ছির আলম দাবী পুরণ না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে ন্যায্য দাবী আদায়ের জন্য সকল শিক্ষকগনকে রাজপথে নামার আহ্বান জানান।