হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও হেল্থ ইন্সপেক্টর বিজয় কৃষ্ণ সরকারের সঞ্চালনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন যথাযথ ভাবে উদযাপন করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী,শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মুক্তাদির হোসেন, শাল্লা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক, ইমাম সমিতির সভাপতি ক্বারী সাইদুর রহমান, ডুমরা রাম কৃষ্ণ মিশন আখড়ার সেবায়েত গুরু চরণ মহন্ত দাস, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্য আলোচনান্তে বিস্তর বক্তব্য রাখেন।
সভায় শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও এলাকার প্রমুখ সুধী জন উপস্থিত ছিলেন।