স্টাফ রিপোর্র্র্টার::
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ১০ মার্চ অনুষ্ঠেয় ১০টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে আ.লীগ। আজ শনিবার তাদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত হয়।
সুনামগঞ্জের দশটি উপজেলায় যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন সদর উপজেলায় খায়রুল হুদা চপল, তাহিরপুরে করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জামালগঞ্জে ইউসুফ আল আজাদ, দোয়ারাবাজারে ডা. আব্দুর রহিম, দিরাইয়ে প্রদীপ রায়, শাল্লায় আল আমিন চৌধুরী, বিশ্বম্ভরপুরে রফিকুল ইসলাম তালুকদার, ধর্মপাশায় শামীম আহমদ মুরাদ, ছাতকে ফজলুর রহমান ও দক্ষিণ সুনামগঞ্জে হাজী আবুল কালাম।
মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবাই তাদের মনোনয়ন নিশ্চিত করেছেন। এদিকে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রাপ্তদের সমর্থকরা বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করছেন।