স্টাফ রিপোর্টার::
শক্তিশালী প্রার্থী না থাকায় সদর উপজেলায় বিএনপি মতাদর্শের প্রার্থী ও বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরিন বারবারই নির্বাচিত হচ্ছেন। তাই এবার সুনামগঞ্জ সদর উপজেলার তৃণমূল আওয়ামী লীগ বিএনপির এই চেয়ারম্যান প্রার্থীকে মোকাবেলার জন্য শক্তিশালী প্রার্থী দেওয়ার দাবি জানিয়ে আসছিল। এই দাবির প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ শক্তিশালী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে তালিকায় ১ নম্বর নাম দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছিল। কেন্দ্র নানা বিবেচনা ও খোঁজ খবর নিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি উদ্ধার করতে অবশেষে খায়রুল হুদা চপলকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
খায়রুল হুদা চপলের মনোনয়নের খবরে উজ্জীবিত তৃণমূল বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন যুবলীগ জয়নগর বাজারে আনন্দ মিছিল করেছে। এভাবে বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। তারা স্বপ্ন দেখছেন এবার সদর উপজেলা পদটি খায়রুল হুদা চপলের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন।
মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান বলেন, আমরা আনন্দিত উচ্ছ্বসিত। খবর পাওয়ার পরই ইউনিয়নের নেতাকর্মীরা মিলে আনন্দ মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করেছি। তিনি বলেন, আমাদের জন্মের পর থেকেই দেখছি বিএনপি আমাদের উপজেলা পরিষদে নেতৃত্ব দিচ্ছে। এবার সেই দুঃস্বপ্ন দূরের স্বপ্ন দেখছি আমরা। খায়রুল হুদা চপল ভাইয়ের নেতৃত্বে আমরা এই শনির দশা ঘুচিয়ে জননেত্রী শেখ হাসিনাকে উপজেলাটি উপহার দিতে চাই।