স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ফজলুল হক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও পরিচালত মনোনীত হয়েছেন। সম্প্রতি এই মানবাধিকার সংগঠনটি তাকে সম্মানের এই পদে মনোনীত করেছে।
মো. ফজলুল হক গৌরবের এই পদে মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ও সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মানের এই পদে ভূষিত হওয়ার পর মো. ফজলুল হক আমৃত্যু মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।