জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে ব্লেড দিয়ে ছিঁেড় নিজের শরীরের বিভিন্নস্থানে ক্ষতবিক্ষত করেছে এক যুবক।
গতকাল রোববার দুপুরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা আহত যুবকের স্বজনরা জানান, উপজেলার পাটলী ইউনিয়নের কচুরকান্দি গ্রামের মোবারক মিয়া ছোট ছেলে ফারুক আলী (২৩) তাঁর আপন বড় ভাইয়ের সঙ্গে মান-অভিমান করে সকাল ১০টার দিকে ব্লেড দিয়ে নিজের শরীরজুড়ে ছিড়েঁ রক্তাক্ত করে। ক্ষতবিক্ষত অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।
আহত যুবক ফারুক আলী বলেন, বড় ভাইয়ের নিকট আমার বিরুদ্ধে অন্যায়ভাবে নালিশ করা হয়। এতে ভাই আমার ওপর রেগে বকা-বকি করেন। এ কষ্টে নিজের শরীরে নির্যাতন করেছি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের দায়িত্বরক চিকিৎসক রুবেল আহমদ বলেন, যুবকের শরীরের একাধিকস্থানে ধারালো ব্লেডের আঘাত করেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছি।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেউ কোনো অভিযোগ করেনি থানায়।