1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

সংসদে পীর মিসবাহর বক্তব্য: পিটিআই বধ্যভূমি পরিদর্শন করবেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ৩.০০ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের পিটিআই বধ্যভূমি থেকে সুপারের পরিত্যাক্ত বাসভবন ও সড়ক এবং জনপথের অস্থায়ী পরিদর্শন বাংলো উচ্ছেদ সংক্রান্ত প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মহান জাতীয় সংসদে আগামী মাসেই বধ্যভূমি পরিদর্শনে আসছেন বলে জানিয়েছেন। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পাকিস্তানী টর্চার সেলে বাঙ্গালি নিধনের এই স্থানে বিএনপি সরকার স্থাপনা নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী।
উল্লেখ্য এই দাবিতে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ বিভিন্ন স্থানে পিটিআই বধ্যভূমিতে নির্মিত পিটিআই সুপারের বাসভবন উচ্ছেদ করে এখানে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে আবেদন জানিয়ে আসছেন। বাসভবনটি নির্মাণের পর থেকেই কেউই এস বাসভবনে অবস্থান করেননা বলে জানা গেছে।
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ সম্প্রতি জেলা উন্নয়ন ভাবনা বিষয়ক সভাতেও মালেক পীরের লিখিত আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে কথা বলে পিটিআই সুপারের পরিত্যাক্ত বাসভবন উচ্ছেদ এবং সড়ক ও জনপথের পরিদর্শন বাংলো অপসারনের কথা জানিয়েছিলেন।
সোমবার সন্ধ্যায় মহান জাতীয় সংসদে এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে বিএনপি সরকারের সময়ে নির্মিত স্থাপনা অপসারনের জন্য মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী ৭১বিধিতে বক্তব্য দেন তিনি। তার বক্তব্যের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিএনপি সময়ে দেশের নানাস্থানে মুক্তিযুদ্ধ স্মৃতিবিজড়িত স্থান সমূহে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে মুক্তিযুদ্ধকে আড়াল করার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন। তিনি আগামী মাসে সরেজমিন সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমি পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ও সড়ক ও জনপথ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সহায়তায় বধ্যভূমি থেকে পরিত্যাক্ত স্থাপনা উচ্ছেদ করে স্মৃতিসৌধ নির্মাণের আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!