স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল উপজেলার ৯ ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্সে মতবিনিময় সভায় তিনি দলের তৃণমূল নেতাকর্মীদের কাছে আসন্ন নির্বাচনে সার্বিক সহযোগিতা কামনা করেন। খায়রুল হুদা চপল বলেন, আমাকে তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তার সস্মান রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় নয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদিকুর রহমান, শাহীনূর রহমান, সলিম উল্লা, আবুল হোসেন, হেমন্ত তালুকদার, এখলাছ মিয়া, শরিফ উদ্দিন, সুব্রত তালুকদার, স্মৃতিরত্ন দাস, হোসেন আলী, মোকসেদ আলী, জয়নাল আবেদীন, তৈয়ব আলী, সুবাস চন্দ্র পাল, সাত্তার মিয়া, তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মমিন মিয়া।