বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের ১০ উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন যাছাই বাছাই চলছে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোনয়ন যাছাই বাছাই চলবে। এবার জেলায় চেয়ারম্যান পদে ৪১জন, ভাইস চেয়ারম্যান পদে ৮১জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বমোট ১৬৬জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকেই মনোনয়ন জমাদানকারী প্রার্থীরা তাদের সমর্থক, প্রস্তাবকারীসহ সাধারণ সমর্থকদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। পর্যায়ক্রমে তাদের দাখিলকৃত মনোনয়নপত্রের কাগজগুলো যাছাই বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সুনামগঞ্জের ১১ উপজেলার মধ্যে প্রথম দফা ১০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।