স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে হিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ হিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত হিজড়াদের সাথে তাদের নানা সমস্যার কথা শুনেন। এসময় তিনি তাদের বিভিন্ন বিদ্যমান সমস্যার কথা জেনে সমাধানের আশ্বাস দেন।সুনামগঞ্জ হিজড়া কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ তাদের সমস্যাসমূহ তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে। তারা তাদের আবাসন, কর্মসংস্থান/পুনর্বাসন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য জায়গা, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান। তারা আরও জানান, বর্তমানে সুনামগঞ্জ জেলায় ২১৮ জন হিজড়া আছে। এদের মধ্যে ৫০জন জীবনমান উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্ত। জেলা প্রশাসক তাদের সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাস প্রদান করে বলেন, সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থ-সামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি তাদেরকে সমাজের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্তকরণের লক্ষ্যে সরকার কর্মসূচি গ্রহণ করছে। তাদেরকে সমাজের মূল স্রোতধারায় আনার জন্য জেলা প্রশাসন কাজ করছে।
মতবিনিময় সভায় জেলা সমাজসেবার উপপরিচালক (ভারপ্রাপ্ত) সুচিত্রা সেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ ফরিদুল হক, সিলেটের নারী উদ্যোগ কল্যাণ সমিতির সভাপতি শাহিদা শিকদার, প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং হিজড়া সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক হিজড়াদের শীতবস্ত্র বিতরণ করেন।