স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী যুবলীগের ৯টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময়ে তিনি নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করে শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন, কোরবান নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আফরোজ, লক্ষণশ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি সায়েক, সাধারণ সম্পাদক মহিবুর রহমান, কাঠইর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার কবির পলাশ, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক লুতফুর রহমান, গৌরারং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল, সাধারণ সম্পাদক সুমেল, সুরমা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক জয়নাল, জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক দুলাল, রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিস, সাধারণ সম্পাদক ফারুক মিয়া।
মতবিনিময়ে জেলা ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।