স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী (নারী) মুক্তিযোদ্ধা কন্যা ফেরদৌসী মনোনয়ন বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পর থেকেই ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন। গ্রামকে শহরে পরিণত করার আ.লীগ সরকারের ভিশনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন তিনি। প্রচারণায় সামনে নিয়ে এসেছেন তার প্রয়াত পিতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শামছুল হককে।
ফেরদৌসী সিদ্দিকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের পক্ষের একজন অনলাইন একটিভিস্ট হিসেবে পরিচিত। প্রগতিশীলতা ও দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ ফেরদৌসী নারী জাগরণ ও নারী অধিকার প্রতিষ্ঠার দাবিতে একজন উচ্চকণ্ঠী নেত্রী।
ফেরদৌসী সিদ্দিকা ৩য় উপজেলা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ভোটারদের তাক লাগিয়ে দিয়েছিলেন। এবারও তিনি নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা দিয়ে প্রচারণা নেমেছেন। এবারও তরুণ ও নারী ভোটারসহ সর্বস্তরের ভোটারের দরোজায় গিয়ে তিনি তাদের সমর্থন কামনা করছেন।