স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপলের পক্ষে বুধবার সন্ধ্যায় আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। তারা খায়রুল হুদা চপলের মনোনয়ন বাতিলের গুঞ্জনের প্রতিবাদে মিছিল দিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর দাস, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট কল্লোল তালুকদার চপল, জেলা যুবলীগ সদস্য সবুজ কান্তি দাস, সদস্য নূরুল ইসলাম বজলু, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, আ.লীগ নেতা এডভোকেট মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা সুমন সরকার, জনি রায়, রোমেন চৌধুরী, অভিজিৎ চৌধুরী টিংকু, ইমন রায়, জুয়েল, রুপন পাল, জামিল, দীপ্ত বণিক প্রমুখ।