স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সঙ্গে নেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক! তৃণমূল নেতাকর্মীরা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খা ও সাধারণ সম্পাদক অমল কর দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন। এই দুই নেতা প্রভাব বিস্তার করে তৃণমূল থেকে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় নামও দেননি করুণা সিন্ধু চৌধুরী বাবুলের। কিন্তু যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক প্রোফাইল দেখে বিষ্মিত হয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনয়ন দেয় ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা করুণা সিন্ধু বাবুলকে।
গত ১০ ফেব্রুয়ারি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে করুণা সিন্ধু চৌধুরী বাবুল মনোনয়ন জমা দিলেও সঙ্গে ছিলেন না আবুল হোসেন খা ও অমল কর। তৃণমূল নেতাকর্মীরা তাদের দু’জনকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে অনুরোধ জানালেও এখনো তারা মাঠে নামেননি। জানা গেছে দলীয় প্রার্থী বাবুলও এই দুই নেতাসহ দলের সকল স্তরের নেতৃবৃন্দকে নিজের পক্ষে মাঠে নামার জন্য বারবার অনুরোধ জানাচ্ছেন। সকল ভেধাভেধ ভুলে তিনি শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে অনুরোধ জানাচ্ছেন।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল করের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, কারো প্রতি আমার রাগ বিরাগ নেই। আমরা সবাই নৌকার সমর্থক। স্বাধীনতা ও সার্বভৌত্বের প্রতীক নৌকাকে বিজয়ী করতে তৃণমূলের সবাই উজ্জীবিত।