স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে অনুর্ধ্ব ১৬ প্রতিভা অন্বেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশে এ্যাথলেটিক ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দৌড়, লং জাম্প ও হাই জাম্পে জেলার ২ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ১০জন ছেলে ও ১০জন মেয়েকে ঢাকার ইয়েস কার্ড দেয়া হয়।
প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজজামান, বাংলাদেশে এ্যাথলেটিক ফেডারেশন সাধারন সম্পাদক ইব্রাহিম সিরাজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক দেওয়ার ইমদাদ রেজা চৌধুরী, রেজয়ানুল হক রাজা, হোসেন আহমেদ রাসেল প্রমুখ।