সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের -১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন জামালগঞ্জে আওয়ামী লীগের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন| তিনি আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে উদ্যোশ্য করে বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউসুফ আল আজাদকে জামালগঞ্জে নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
শনিবার দুপুরে জামালগঞ্জ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নৌকা মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামীলীগ নেতা জহিরুল হক তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, মো. দুলাল মিয়া, জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#