স্টাফ রিপোর্টার::
রবিবার বিকেলে (অক্টোবর ২০১৬) এক ভূয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিপিসি-১। সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ বেল্লাল হোসেন মল্লিক এর নেতৃত্বে সিলেট মেট্রোপলিটনের দক্ষিন সুরমা থানার অন্তর্গত চন্ডিপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিলেট নগরীর নর্থ ইস্ট নার্সিং কলেজ এর সামনে থেকে ভূয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ইহসানুল হক হৃদয় (২৩)। সে সুনামগঞ্জ সদর থানার জলিলপুর হ্রামের মোঃ ফজলুল করিম এর পুত্র।
সে নর্থ ইস্ট নার্সিং কলেজে এনএসআই সদস্য পরিচয়ে প্রবেশ করে এবং নিজেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের পক্ষ থেকে আসা পরিদর্শক হিসেবে দাবি করেছিল।
জিঞ্জাসাবাদে সে আরো জানায়, দীর্ঘদিন ধরে ভূয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে নানা সুবিধা নিচ্ছে। গ্রেফতারের সময় তার কাছে বিএনসিসির ইউনিফর্ম, এক জোড়া বুট, ভূয়া এনএসআই পরিচয় পত্র ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে এসএমপির দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।