স্টাফ রিপোর্টার::
আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল সোমবার সদর উপজেলার কাঠইর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। এদিকে সন্ধ্যায় শহরের নতুনপাড়া এলাকাবাসী খায়রুল হুদা চপলকে নিয়ে রাতে জনসভা করেছে। জনসভায় তারা খায়রুল হুদা চপলকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
খায়রুল হুদা চপল সোমবার দুপুরে কাঠইর ইউনিয়নের শ্রীমতি, নোয়াগাও, খাইরুন বাজারসহ বিভিন্ন পয়েন্টে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন কাঠইর ইউনিয়ন আ.লীগের সভাপতি শরিফ উদ্দিন, জেলা যুবলীগ সদস্য সবুজ কান্তি দাস, জেলা ছাত্র লীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, ছাত্র লীগ নেতা তানভির আহমদ সোহানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে রাতে খায়রুল হুদা চপলকে নিয়ে জনসভা করে বৃহত্তর নতুনপাড়া বাসী। খায়রুল হুদা চপলকে সমর্থন জানিয়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, জ্যোতিষ কান্তি সামন্ত প্রমুখ।