স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মনীষ কান্তি দে মিন্টু গণসংযোগ করেছেন। সোমবার দুপুরে গ্রামের মাঠে অনুষ্ঠিত মোহনপুর ফুটবল লীগ অনুষ্ঠানে গিয়ে খেলোয়াড়, দর্শকসহ সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি এলাকার সন্তান হিসেবে আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
মনীষ কান্তি দে মিন্টু বলেন, আমি এই এলাকার সন্তান। এলাকাবাসীর প্রতি আমার দাবি রয়েছে। তিনি বলেন, আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে আপনাদের পাশে থাকব।
এসময় গ্রামের তরুণ ও মুরব্বিরা মনীষ কান্তি দে মিন্টুকে সমর্থনের আশ্বাস দেন।