1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দিরাই-শাল্লায় ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়মের অভিযোগে চারজন আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ৪.৩০ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে বাধের কাজে অব্যবস্থাপনা প্রত্যক্ষ করে চারজনকে পুলিশে সোপর্দ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসক দিনভর দিরাই শাল্লার অধিকাংশ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ দিরাই উপজেলায় বাস্তবায়িত ৫০ নং প্রকল্প উদগল বিল হাওর উপ-প্রকল্পরের কাজে অনিয়ম প্রত্যক্ষ করে পিআইসির সভাপতি তপন ভৌমিক, সদস্য জুয়েল সামন্তকে পুলিশে সোপর্দ করেন। পরে তিনি শাল্লা উপজেলার প্রকল্পগুলো পরির্দশ করেন।
তাছাড়া শাল্লা উপজেলার উদগল বিল হাওরের একটি প্রকল্পের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা ও ধীরগতি প্রত্যক্ষ করে তিনি পিআইসি সভাপতি রাম প্রসাদ দাসসদ দুইজনকে পুলিশে সোপর্দ করেন। পরবর্তীতে তিনি এই উপজেলার একাধিক প্রকল্প পরিদর্শন করে যথা সময়ে ও প্রাক্কলন অনুযায়ী কাজ শেষ করার নির্দেশনা দেন।
বাধের কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ এর পওর-২ নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-মুক্তাদির হোসেন, সহকারী কমিশনার মোঃ শাকিল আহমেদ, সহকারী কমিশনার, আসিফ আল জিনাত, সহকারী কমিশনার, হাসান আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!