স্টাফ রিপোর্টার::
নির্বাচনের প্রতীক পেয়ে নতুন উদ্যমে সরগরম প্রচারণা শুরু করেছেন জেলার দশ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। বুধবার সকাল থেকেই জেলা রিটার্নিং কর্মকর্তা দলীয় মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন। দুপুরেই প্রতীক পেয়ে সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী খায়রুল হুদা চপল প্রচারণা শুরু করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে জেলার দশটি উপজেলায় চেয়ারম্যান পদে ৩১ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭৬ জন এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৪১ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় দশ চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচন কমিশন দলীয় প্রতীক নৌকা বরাদ্দ দেয়। বাকি সবাইকে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কোথাও কোথাও প্রার্থীরা একই প্রতীক চাইলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্টরা।
এদিকে দুপুরেই জেলা শহরে প্রচারণা শেষে নদীর উত্তর পাড়ে গণসংযোগ করেন। এসময় দলের সর্বস্তরের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।