বিশেষ প্রতিনিধি::
দলীয় সিদ্ধান্তের বিরোধীতা করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় সুনামগঞ্জে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারের ফলে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদও হারিয়েছেন এই প্রার্থীরা।
বহিষ্কৃতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ, তাহিরপুরে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হক, দক্ষিণ সুনামগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ সাজন, বিশ্বম্ভরপুরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা মহিলা দলের সভাপতি মদিনা আক্তার, একই উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আয়শা আক্তার এবং একই উপজেলার চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলাল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য তাদের বহিষ্কার করা হয় বলে জানানো হয়েছে।
জেলা বিএনপির সাংগঠনকি সম্পাদক কামরুজ্জামান কামরুল বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।