1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

স্বকীয়তা বজায় রেখে বিদেশি বিনিয়োগ চাই: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯, ৩.১২ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগ আমরা চাই কিন্তু যেকোনো মূল্যে নয়, স্বকীয়তা বজায় রেখেই।’ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশীয় বিনিয়োগ বাড়ুক। সেজন্য গ্রাম উন্নয়নসহ নানা কর্মসূচি হাতে নিয়েছি। বিশেষ করে গ্রামীণ উন্নয়নে সবচেয়ে বেশি বিনিয়োগ করবো।’
গত ১০ বছরে সরকার ব্যাপক উন্নতি করেছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের কৌশলগত কোনো পরিবর্তন হবে না।’ তিনি বলেন, ‘প্রতিনিধিরা বলেন, আমাদের প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু বেকারত্বের চাপ আছে কি না? আমি বলেছি, বেকারত্ব থাকবেই। এটা স্বাভাবিক। কিন্তু আমরা কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছি। ’
বিজ্ঞাপন
এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এসডিজি বাস্তবায়নে উন্নয়ন সহযোগীরা কী দেবে, না দেবে, সেদিকে তাকিয়ে না থেকে নিজেরাই নিজেদের জন্য কাজ করতে হবে।’
রোহিঙ্গা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও পরিকল্পনামন্ত্রী জানান।
বৈঠকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোর নেতৃত্বে ইউএনডিপি, আইএলও, ইউএনএফপিএ, এফএও, ডব্লিউএইচও-সহ জাতিসংঘের সব সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!