হাওর ডেস্ক::
সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নার্গিস বেগম নামের এক অষ্টম শ্রেণীর ছাত্রী আত্বহত্যা করেছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সে বাহাদুরপুর গ্রামের শিরীন মিয়ার মেয়ে। সে লক্ষণশ্রী ইউনিয়নের জুমিরুননূর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ বাড়ির লোকজন দেখেন একটি কক্ষের দরজা বন্ধ। পরে সেখানে অনেক ডাকাডাকি করার পর ভিতর থেকে কোনও প্রকার সারা না পেয়ে পরে ঘরের টিনের চালের ফাঁক দিয়ে স্বজনরা দেখতে পান নার্গিস চালের কাঠের সাথেওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ অবস্থা দেখে নার্গিসের স্বজনরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে সদর থানা পুলিশকে খবর দিলে তারা সে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
সুনামগঞ্জ সদর উপ-পরিদর্শক (এস আই) পাপেল রায় জানান, আত্মহত্যার কারণ আমরা জানতে পারেনি। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয় নি। এখন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।