তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বিজিবি ও পুলিশ।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই পয়েন্ট থেকে এসব পণ্য আটক করা হয়।
আটকৃকত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে জুতা ৩৩০ জোড়া, মেগা বুট জুতা ২৯৮ জোড়া, ভারতীয় স্যান্ডেল ৩৫৪ জোড়া, কিটক্যাট চকলেট ২৩১৮ প্যাকেট। আটককৃত ভারতীয় পণ্যগুলোর মূল্য প্রায় ৯ লক্ষ ২৯ হাজার ৪৬০ টাকা টাকা বলে জানা গেছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, ২৮ বিজিবি’র সহকারী পরিচালক মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে দিরাই মোড় সংলগ্ন ব্রীজের উপর থেকে অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয়।
তিনি বলেন, আটককৃত ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।