শহিদনূর আহমেদ:
আগামীকাল ১ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে জেলা নির্বাচন অফিস। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়ের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকার ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম বারের মতো ১লা মার্চ জাতীয় ভোট দিবস পালন করছে। ভোটাররা যাতে নির্বিগ্নে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ১ মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হবে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি র্যালি বের করা হবে। দিবসের উপরে জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই দিন জেলা নির্বাচন কার্যালয়ে নতুন ভোটার অর্ন্তভুক্তি ও স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে তিনি জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসের অফিস সহকারি সাইদুর রহমান ,হিসাব রক্ষক মোহন চন্দ্র সরকার প্রমুখ।