মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ:
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সাবেক সচিব ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এলাকা পরিচালক মো: ফরিদুর রহমান ফরিদ। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড সূত্রে জানা যায়: বৃহস্পতিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েজখালী অফিসে পল্লী বিদ্যুৎ কেন্দ্রীয় বোর্ড পুর্বাঞ্চলের উপ-পরিচালক তাছলিমা পারভীন,সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার শাহা,ডেপুটি জেনারেল ম্যানেজার প্রেকৌশলী মো: হেমায়েত হোসেন বিশ^াস ও সহকারী জেলারেল ম্যানেজার প্রকৌশলী মো: ইমরুল হাসানের উপস্থিতিতে জেলার ১৩ জন এরিয়া পরিচালকের ভোটাধিকারের মাধ্যমে মো: ফরিদুর রহমান ফরিদকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি পদে নির্বাচিত করা হয়।