হাওর ডেস্ক :
বাংলদেশ আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের মল্লিকপুরস্থ জেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়।
বাংলদেশ আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, বাংলদেশ আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি কুলেন্দু শেখর দাস তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক, সহসাধারণ সম্পাদক অলিউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল ও প্রচার সম্পাদক কেএম শহীদুল।
(সৌজন্যে: নিউজ সুনামগঞ্জ)