1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মার্চ, ২০১৯, ১.০৩ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পতাকা উত্তোলন, শোভাযাত্রাা ও আলোচনা সভার মধ্যদিয়ে সুনামগঞ্জে উদীচীর দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ সংগীত শিল্পী রবিন্দ্র চন্দ রায়। পরে সম্মেলন উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এসো আধার করি জয়, সাম্যের নিশান উড়াই বিশ্বময়, এই শ্লোগানকে সামনে রেখে জেলা জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি নারী নেত্রী শিলা রায়। সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহমুদ সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় প্রধান অ্যাড. মকবুল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রদীপ ঘোষ, হালিমা নূর পাপন ও আনান বাউল। বক্তব্য রাখেন জেলা উদীচীর সহ সভাপতি অভিজিৎ চৌধুরী, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনিসহ উপজেলা প্রতিনিধিবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রমেন্দ্র তালুকদার মিন্টু, নারী নেত্রী সঞ্চিতা চৌধুুরী, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন প্রমুখ। পরে কাউন্সিলের মাধ্যমে জেলা উদীচীর বর্তমান সভাপতি শিলা রায় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে অপরির্বতনীয় রেখে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!