তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর দুইজন কে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর শয্যাশাহী বৃদ্ধ এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধর নাম গোলচেরা বেগম (৮০)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট (বাদরগড়) গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী। এ ঘটনায় জেসিম নামে একজন কে আটক করেছে পুলিশ। আটককৃত জেসিম একই গ্রামের মো. আওয়াল মিয়ার ছেলে। এ ঘটনায় শুক্রবার বিকালে নিহতর মেয়ে সুফিয়া বেগম বাদী হয়ে ১০ জন কে আসামী করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ২। তারিখ ১. ৩. ১৯ইং।