স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপলের পক্ষে বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। শুরু থেকেই সদর উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন গ্রাম মহল্লা পাড়ায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন। এর আগে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ উপজেলার ৯টি ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা করেছেন। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল উপস্থিত ছিলেন।
এদিকে দলীয় প্রার্থীর পক্ষে প্রতিদিনই স্বেচ্ছাসেবক লীগ নেতা জুবের আহমদ অপু, এডভোকেট বুরহান উদ্দিন,জামাল আহমেদ, রুপন আহমদ, সালেহ আহমদ চৌধুরী, মখলিছ রহমান, শিবলু আহমেদ চৌধুরী, তাপস আহমদ, রুহুল আমিনসহ নেতৃবৃন্দ প্রতিদিনই বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, শেখ হাসিনার যোগ্য প্রার্থী খায়রুল হুদা চপল। নৌকা প্রতীকে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত করতে হবে। তাই আমাদের উচিত সকল ভেধাভেধ ভুলে নৌকার পক্ষে কাজ করা।