সাইফ উল্লাহ::
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জর ধর্মপাশা উপজেলায় বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার সেলবরষ, বাদশাগঞ্জ, পাইকরাটি, গাছতলা, মধ্যনগর সহ বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্টিত হয়। ধর্মপাশা উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন এর ঘোড়া মার্কা ভোট প্রার্থনা করেন। রোকন বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সমৃদ্ধ দারুদ্র্যহীন সম্প্রীতির উন্নয়ন মডেল উপজেলা গড়তে সকলের সহযোগীতা কামনা করি। ঘোড়া মার্কা ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নের সুযোগ দিন। পথ সভায় বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর কবির, অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস সহ রোকন এর পক্ষে ঘোড়া মার্কা ভোট প্রার্থনা করেন। সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন, সভাপতি আলাউদ্দিন শাহ, সাধারন সম্পাদক বেনুয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মোহন, সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি।