শামছুল আলম আখন্জী, তাহিরপুর ::
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতীকে ভোট চেয়ে তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে পথসভা ও গণসংযোগ করেছেন।
শনিবার সকাল থেকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কচুন নালী, গোলকপুর, অমৃতপুর, সড়কপাড়া, তেলীগাওঁ, বানিয়াগাওঁ, বালিয়াঘাট,দুধের আউটা গণসংযোগ শেষে বালিয়াঘাট নতুন বাজারে এক পথসভায় মিলিত হন তিনি।
বালিয়াঘাট নতুন বাজারের পথসভায় বক্তব্য রাখেন,আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী করুনা সিন্ধু বাবুল সুনামগন্জ জেলার সেচ্চা সেবকলীগের সহসভাপতি আবুল খায়ের বিন্ষু পদ পাল প্রাক্তন ইউপি সদস্য বীরমুক্তি যোদ্ধার সন্তান হাজি রফিক প্রমুখ।