স্টাফ রিপোর্টার::
টানা বিদ্যুৎ ভোগান্তিতে অতীষ্ট গ্রাহকদের নিয়ে সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল দ্বিতীয় বারের মতো সুনামগঞ্জ বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার বিকেল ৪টার সময় পৌর চত্বর থেকে সহস্রাধিক ক্ষুব্দ গ্রাহক ও সংক্ষুব্দ নাগরিকদের নিয়ে তিনি বিক্ষোভ মিছিল দিয়ে শহর প্রদক্ষিণ করে অফিস ঘেরাও করেন। এসময় ক্ষুব্দ নাগরিকগণ বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে নানা স্লোগান দেন। উল্লেখ্য এর আগে গত মার্চ মাসে তিনি বিক্ষুব্ধ গ্রাহকদের নিয়ে অফিস ঘেরাও করে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানান।
বিদ্যুৎ অফিস ঘেরাওকালে পথসভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল, কমরেড মিন্টু, ডা. খোরশেদ আলম, জসিম উদ্দিন লাল, কাউন্সিলর সৈয়দ ইয়াসিনুর রশিদ, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিঙ্কু চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কোন কারণ ছাড়াই সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। ছাতকের ৩৩ কেবি লাইনের সঞ্চলন লাইনে ত্রুটির কথা বলে, ঘনঘন গ্রাহকদের বিদ্যুৎহীন অন্ধকারে রাখা হচ্ছে। যদি বিদ্যুৎ ভোগান্তি লাঘব না করা হয় তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।