দিরাই প্রতিনিধি:
দিরাইয়ে হাওর রক্ষা বাঁধের কাজে গাফিলতির দায়ে ৪টি প্রকল্প কমিটির সভাপতি ও ঝুকিপূর্ণ বৈশাখীর বাঁধ থেকে প্রকল্প কমিটির এক সাব ঠিকাদারসহ ৫জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার প্রকল্প এলাকা থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন উপজেলা হাওর রক্ষা বাঁধ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। আটককৃতরা হলো বরাম হাওরের ১৩নং প্রকল্প কমিটির সভাপতি রণভুমি গ্রামের আবদুস সালাম, চাপতির হাওরের ১১নং প্রকল্পের সভাপতি তাড়ল গ্রামের ওয়াশিউর রহমান, টাঙ্গুয়ার হাওরের ১২নং প্রকল্পের সভাপতি ধল গ্রামের তারা মিয়াও একই হাওরের ১৪নং প্রকল্পের সভাপতি ভাটিধল গ্রামের আবদুস সাত্তার এবং চাপতির হাওরের ঝুকিপূর্ন বৈশাখী বাঁধের প্রকল্প কমিটির এক সাব ঠিকাদার। পাউবোর উপ-সহকারী প্রকৌশুলী রিপন আলী জানান, এই প্রকল্প গুলোর কাজে চরম গাফিলতি রয়েছে। বার বার তাগিদ দিয়ে এবং শোকজ করেও নিয়ম মত কাজ আদায় করতে পারছি না। চারটি প্রকল্প কমিটির সভাপতিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৈশাখী বাঁধে প্রকল্প কমিটির কাউকে না পেয়ে প্রকল্প কমিটির সভাপতি নুরে আলম চৌধুরীকে আটক করার স্বার্থে প্রকল্প এলাকা থেকে তার এক সাব ঠিকাদারকে আটক করা হয়েছে, তবে তার নামটি জানা যায়নি। নুরে আলমকে পাওয়া গেলে তাকে ছেড়ে দেয়া হবে।