স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের জনপ্রিয় মুখ, তেঘরিয়া মোড়লবাড়ির বিশিষ্ট সংবাদপত্র ব্যবসায়ী মো. আব্দুল লতিফের মাতা মোছা. লিলজান বিবি আর নেই। (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। শনিবার ভোররাতে তেঘরিয়াস্থ নিজ বাসভবনে বার্ধ্যক্ষজনিত রোগে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে মারা যান।
শনিবার বাদ জোহর তেঘরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নাসাজে যানাজা শেষে গাজীর দরগাস্থ গোরস্তানে দাফন করা হয়।
সংবাদপত্র ব্যবসায়ী আব্দুল লতিফের মায়ের মৃত্যুতে সুনামগঞ্জের বিভিন্ন মহল শোকপ্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।