স্টাফ রিপোর্টার:
জেলার ৯টি উপজেলায় প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নৌকা প্রতীক নিয়ে ৫টিতে আওয়ামী লীগ প্রার্থী, তিনটিতে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ সদর: সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী ৪০ হাজার ৫ শত ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী খায়রুল হুদা চপল। নিকট প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী মনিষ কান্তি দে মিন্টু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪ শত ১৭ ভোট।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা: স্বতন্ত্র (বিএনপি) ফারুক আহমেদ (আনারস) ৩৫১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী হাজী আবুল কালাম (নৌকা) ২২২০৭ ভোট।
তাহিরপুর: করুণা সিন্ধু চৌধুরী বাবুল (আ.লীগ, নৌকা) ৫০৪০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. আনিসুল হক (স্বতন্ত্র, বিএনপি) মোটর সাইকেল প্রতীকে ২৪৩৩০ ভোট পেয়ে পরাজিত।
দোয়ারাবাজার উপজেলা: ডা. আব্দুর রহিম (আওয়ামী লীগ, নৌকা) ৩১০৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী স্বতন্ত্র (বিদ্রোহী আওয়ামী লীগ) তানভির আশরাফী বাবু (কাপপিরিচ) ১৯২৯১ ভোট পেয়ে পরাজিত হন।
দিরাই উপজেলা: মঞ্জুরুল আলম চৌধুরী (বিদ্রোহী আওয়ামী লীগ, মোটর সাইকেল) ২০৯৯২ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ প্রার্থী ২০৮৬০ ভোট পেয়ে পরাজিত।
ধর্মপাশা উপজেলা: মোজাম্মেল হোসেন রোকন (আ.লীগ, বিদ্রোহী, ঘোড়া) ৩৭৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (আওয়ামী লীগ) শামীম আহমদ মুরাদ ২৯৩৭২ ভোট পেয়ে পরাজিত।
শাল্লা উপজেলা: আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী আল আমিন চৌধুরী (আওয়ামী লীগ, নৌকা) ২৪৯৮১ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্ধী অবনী মোহন দাস (স্বতন্ত্র , বিদ্রোহী আনারস) ১৯৩০৩ ভোট পেয়ে পরাজিত।
ছাতক উপজেলা: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফজলুর রহমান ৬৬১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল ২৭২৮৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ২শত ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সফর উদ্দিন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বি আ.লীগ প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৬ শত ১ ভোট।