বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের চাঞ্চল্যকর তারিফ হত্যা মামলায় চারজনকে যাবৎজীবন দন্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।
আদালত সুত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে বিয়ে নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৯ সনের ১৭ নভেম্বর গভীর রাতে গ্রামের তারিফ উল্লার বাড়িতে হামলা চালানো হয়। একই গ্রামের নোয়াব আলী, কাছা মিয়া, বাছা মিয়া ও খালিকসহ কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই তারিফ উল্লাহ নিহত হন। এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পুলিশ আদালতে চার্জশীট প্রদান শেষে এ নিয়ে আদালতে দীর্ঘদিন ধরে শোনানী চলছে। মঙ্গলবার চূড়ান্ত রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ। রায়ে নোয়াব আলী, কাছা মিয়া, বাছা মিয়া ও খালিককে যাবৎজীবন দন্ডাদেশ প্রদান করা হয়। অপর আসামি কাহার মিয়ার বিরুদ্ধে ঘটনার সত্যতা প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন।
চারজনের যাবজ্জীবন দ-াদেশের রায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের পিপি ড. খায়রুল কবির রুমেন বলেন, দীর্ঘদিন পর রায় ঘোষিত হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষ।