স্টাফ রিপোর্টার::
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গত ৬ মার্চ বাহুবল উপজেলা প্রকৌশলীকে পুলিশ কর্তৃক হাতকড়া পড়ানোর প্রতিবাদে সুনামগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী, কর্মকর্তা কর্মচারিবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার ১১ উপজেলার প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশ নেন। প্রতিবাদকারীা অবিলম্বে ক্ষমতার অপব্যবহারকারী উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন। দাবি মানা না হলে তারা কঠোর আন্দোলনের হুমকি দেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সুনামগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপসহকারি প্রকৌশলী হেলালুদ্দিন, অফিস সহকারি সৈদুর রহমান প্রমুখ।