শামছুল আলম আখন্জী, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রসব ও স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও কমিউনিটি ক্লিনিকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রাতিষ্ঠানিক ডেলিভারি বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা,আলোচনা,স্বাস্থ্য শিক্ষা দেন-স্বাস্থ্য সহকারি এমদাদুল হক,সিএইচসিপি মোঃ আব্দুল আউয়াল,তানিম হাসান প্রমুখ।
পরে বিভিন্ন গ্রাম থেকে আগত ৩০জন গর্ভবতী মহিলা ও সাধারন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সিএইচসিপি মোঃ আব্দুল আউয়াল জানান, আমরা প্রতি মাসেই গর্ভবতী মহিলা ও সাধারন রোগীগনের উপস্থিত ডেলিভারি ও স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ করে থাকি। যাতে করে এই এলাকার গর্ভবতী মহিলাগন নিজ বাড়িতে নিজেদের নিরাপত্তা ও খাবার গ্রহন করে একটি সন্তুর আর সুস্থ সন্তান জন্ম দিতে পারে। আর শিশু,বয়স্কগনদের প্রাথমিক চিকিসা ও বিভিন্ন রোগ থেকে নিজেদের।