স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৪০ বোতল ভারতীয় মদসহ সাবেক ইউপি সদস্য মোরশেদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সাবেক মেম্বার।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মোর্শেদ মিয়া দীর্ঘদিন যাবত চরগাঁও গ্রামে মদ বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় উপজেলা চাঁনপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নাম্বার ওয়ান নামের মদের বোতল বস্তাভর্তি করে তার বাড়িতে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ অক্টোবর) রাত ৩ টায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই একেএম জালাল উদ্দিন ও এ.এস.আই ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই ইউনিয়নের জালালপুর নামক এলাকার বাগগাঁও কালভার্টের নিকট থেকে মাদক ব্যবসায়ী মোর্শেদকে ভারতীয় ৪০ বোতল নাম্বার ওয়ান মদসহ হাতেনাতে আটক করে।
রবিবার সকাল ১১টায় এ.এস.আই ফরহাদ আলী বাদী হয়ে তার বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।