স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলাকে হাওর উপজেলা ঘোষণার দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তাহিরপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে সুনামগঞ্জ শহরের সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওর অধ্যুষিত তাহিরপুরকে হাওর হিসেবে ঘোষণা করা হয়নি। এটা আমাদের জন্য কষ্টের ও অবমাননার। দুর্গম হাওর উপজেলা হিসেবে তাহিরপুর সকল বৈশিষ্টপূর্ণ। অবিলম্বে তাহিরপুরকে হাওর উপজেলা ঘোষণা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন অলিউজ্জামান, ছাত্র ইউনিয়নের কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জ, সোহানুর রহমান, আলমগীর হোসেন, তোফাজ্জল হোসেন প্রমুখ।