স্টাফ রিপোর্টার::
তাহিরপর ও জামালগঞ্জ উপজেলাকে দুর্গম হাওর উপজেলা হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের দাবিতে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন দুই উপজেলার সচেতন নাগরিকবৃন্দ। শনিবার বিকেলে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের শান্তিগঞ্জস্থ হিজল বাড়িতে গিয়ে তারা মন্ত্রীর সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলাকে দুর্গম হাওর উপজেলা ঘোষণা করে অবিলম্বে গেজেট প্রকাশের দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল গফ্ফার তালুকদার, কামরুল ইসলাম তালুকদার, সাফিজ উদ্দিন, অজয় কুমার দে, আজিজুল ইসলাম, নারায়ন চক্রবর্তী, গোলাম সারোয়ার লিটন, মাকছুম আহমেদ, নুরুল আলম চৌধুরী, লিপ্টু রঞ্জন দাস, শমসের আলী, সুধা রঞ্জন তালুকদার প্রমুখ।