স্টাফ রিপোর্টার::
জাতীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে দ্বিতীয় বারের মত রানার্স আপ হওয়া সুনামগঞ্জের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
এবারের প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন, তারা হলেন অরুণিমা দাশ, অদিতি তালুকদার, শুভ্রা তালুকদার, দেবশ্রী চক্রবর্তী, সুমাইয়া উম্মে রোজ, ধ্রুপদী তালুকদার টাপুর, ফাতেহা মাইশা নাজাহ, অনিন্দিতা শ্রাবন্তী পাল, শ্রেয়া চৌধুরী, অদিতি দাশ তিথি।
গতক ১৮ মার্চ রাজধানীর কেন্দ্রীয় শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে এই প্রতিষ্টান রানার আপ হয়। আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করবেন।
সুনামগঞ্জের এই দলকে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসকসহ সুধীজন।