সাইফ উল্লাহ::
মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জর জামালগঞ্জ উপজেলায় সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ৪ নং ওর্য়াডে নিজাম মহিতুর রহমানের বাড়ীতে অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্টিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট ইউসি সাইফ উল্লাহ এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক এমারুল হক, আওয়ামীলীগ নেতা মঞ্জু মিয়া, সুফায়েল, খাইরুল ইসলাম, স্বপন মিয়া, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আব্দুল অছির, লুৎফুর, সসমাজসেবী কহিনৃর, উজ্জীবক মহিতুর রহমান, ইয়ুথ আরমান, তানহির, নারী নেত্রী ও মহিলা পরিষদ সদস্য রুজিয়া, সাজেদা সহ ইয়ুথ, উজ্জীবক, ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের নেত্রী বৃন্দ। জাতীয় সংঙ্গীত এর মধ্যমে কর্মশালার শুভ উদ্ভোধনী অনুষ্টিত হয়। উপস্থিত সকলে সুন্দর পরিবেশ ও দেশ গড়ার অঙ্গীকার করেন। রাজনৈতিক দল যার যার বাংলাদেশ সবার, আসুন সবাই মিলে দেশকে ভালবাসি।