স্টাফ রিপোর্টার::
জাতিসংঘের ৭১ তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গি হিসেবে আমেরিকায় সফল সফর শেষে দেশে ফেরায় সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল ও চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট দানবীর সজীব রঞ্জন দাশকে জেলা যুবলীগসহ সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবি সংগঠন সংবর্ধনা দিয়েছে। বুধবার দুপুরে জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, সন্ধানী ডোনার ক্লাব, ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন তাদের সংবর্ধনা প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানায়।
তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত ব্যক্তিদ্বয়কে গ্রহণ করেন। সংবর্ধনার জবাবে খায়রুল হুদা চপল ও সজিব রঞ্জন দাশ দলীয় নেতাকর্মীদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে রাজনৈনিতক কর্মকা- চালানোর অনুরোধ জানান।
এই দুই বিশিষ্ট ব্যক্তিদ্বয়কে সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা এডঃ কল্লোল তালুকদার চপল, নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, এডঃ রওনক আহমদ, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, মিজানুর রহমান মিজান, সদর যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান আহমেদ উজ্জল, সদস্য কায়সার আহমেদ, পিন্টু বনিক, আজিজুল আলম অপু, জেবুল মিয়া, ফয়সাল আহমেদ, গিয়াস উদ্দিন, সজিব, সহিবুর, পৌর যুবলীগের আহবায়ক আবাবিল নুর, সদস্য ইমন, ইস্পাহানী, সুহেল, সৌরব। এছাড়া ও বিশম্বরপুর, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্ উপস্থিত ছিলেন। তাছাড়া ছাত্রলীগের পক্ষ থেকেও খায়রুল হুদা চপল ও সজীব রঞ্জন দাশকে পৃথক ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা দীপঙ্কর কান্তি দে,অমিয় মৈত্র,জগৎজ্যোতি রায় জয়,লিখন আহমেদ, দীপ্ত বণিক,তোহা আহমেদ, অর্নব প্রান্ত, ফাহিম আহমেদ,স্বজন, মারুফ, শিপন, অনিক,সোহাগ,দুর্জয়, প্রান্ত প্রমুখ।